অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধান ও উপস্থিতিতে যশোরে শতাধিক স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী পালিত।
যশোরে শতাধিক স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী পালিত
অনিন্দ্য
ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধান
ও উপস্থিতিতে যশোরে শতাধিক স্থানে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬
তম শাহাদত বার্ষিকী পালিত।
অবৈধ,
স্বৈরাচার সরকারের সৃষ্ট নানান প্রতিকূলতার
জাল ছিন্ন করে, বিএনপি’র জাতীয় নির্বাহী
কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক
জনাব অনিন্দ্য ইসলাম অমিতের সরাসরি
তত্ত্বাবধানে, এবং যশোর বিএনপি,
যুবদল এবং ছাত্রদলের ব্যবস্থাপনায়
যশোর শহর ও ইউনিয়নের
শতাধিক স্থানে দরিদ্র ভোজ
ও দোয়া মাহফিলের মধ্য
দিয়ে ভাব গাম্ভীর্যের সাথে
পালিত হলো মহান স্বাধীনতার
ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র
প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ৩৬ তম শাহাদত
বার্ষিকী।
৩০শে
মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ৩৬ তম শাহাদত
বার্ষিকী উপলক্ষে সমগ্র যশোর জুড়ে
আয়োজিত দরিদ্র ভোজ ও
দোয়া মাহফিল সমূহের প্রায়
সবকটি স্পটেই কেন্দ্রীয় নেতা
জনাব অনিন্দ্য ইসলাম অমিতের স্ব-শরীরে উপস্থিতি ও
দরিদ্রদের মাঝে নিজ হাতে
খাবার বিতরণ নেতা-কর্মীদের
মাঝে সাহস ও কর্ম
স্পৃহা শতগুণ বৃদ্ধি করে। যশোর
শহর ও ইউনিয়ন সমূহে
আয়োজিত দরিদ্র ভোজ ও
দোয়া মাহফিলের স্থান সমূহ পরিদর্শনের
সময় কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম
অমিতের সাথে যশোর জেলা
বিএনপি, যুবদল এবং ছাত্রদলের
নেতৃ বুন্দও উপস্থিত ছিলেন
এবং প্রতিটি স্থানেই বিএনপি নেতা-কর্মী
এবং সাধারণ জনগণের ব্যাপক
হারে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।
Comments
Post a Comment