Follow Us On Twitter

Pres.SanjivaReddy held at banquet in honour of Pres.ZiaurRahman_19Dec1977(InGovPressRelease)

ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি ১৯৭৭ সালের ২৭ ডিসেম্বর
দিল্লি রাষ্ট্রপতি ভবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে
বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক হিসাবে উল্লেখ করেন।

স্বাধীনতার প্রথম ঘোষক ডকু: Indian Foreign Affairs Record, Volume No-1995. Date-19Dec1977

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বের প্রথম দিকে
১৯৭৭ সালের ২৭ ডিসেম্বর তদানন্তীন ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
সন্মানে অনুষ্ঠিত এক রাষ্ট্রীয় ভোজসভায়
রাষ্ট্রপতি জিয়ার কৃতিত্ব ও সম্ভাবনার উচ্ছ্বসিত প্রশংসাবাণী
উচ্চারণ করতে গিয়ে একটি ঐতিহাসিক সত্য তুলে ধরেন
রাষ্ট্রপতি জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন,
‘Your Position Is Already Assured
In The Annals of the History of Your Country
As A Brave Freedom Fighter
Who Was The First To Declare The Independence of Bangladesh
অর্থাৎবাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রথম দিয়ে
তিনি যেভাবে সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছেন,
তাতে বাংলাদেশের ইতিহাসে তাঁর নাম চির সংরক্ষিত থাকবে।

সম্পুর্ন ডকুমেন্ট ভল্যুমের অরিজিনাল লিংক:
Indian Foreign Affairs Record, Volume No-1995(January-December,1977)


Comments