Follow Us On Twitter

বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চাই

বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চাই


#FreeBegumZia #SaveBangladesh #SaveDemocracyBD
আমার জীবন পুরোপুরি জড়িয়ে গেছে এদেশের মানুষের স্বপ্ন, প্রত্যয়, সুখ-দুঃখ উত্থান-পতনের সঙ্গে দেশের মানুষের জীবনের চড়াই-উৎরাই সমস্যা-সংকটের সঙ্গে তাদের বিজয়, বিপর্যয় এবং সম্ভাবনা সমৃদ্ধির সঙ্গে দেশজাতির বর্তমান ভবিষ্যতের সঙ্গেই একাকার হয়ে গেছে আমার বর্তমান ভবিষ্যৎ
সম্ভবত সে কারণেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশের মানুষ যখনই দুর্যোগ দুর্বিপাকের মুখে পড়েছে, তখন আমিও দুর্যোগের মুখে পড়েছি দেশজাতি যখন সমস্যায় আক্রান্ত হয়েছে, অধিকার হারিয়েছে, বিপন্ন হয়েছে তখন আমিও নানাভাবে আক্রান্ত হয়েছি আমার পরিবারও পড়েছে নানামুখী সমস্যা-সংকটে
একইভাবে দেশজাতি যখন বিপর্যয় কাটিয়ে উঠেছে, জনগণ যখন বিজয়ী হয়েছে, তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে তখন আমার নাগরিক অধিকারগুলোও সমুন্নত থেকেছে
-দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ০৮ ফেব্রুয়ারি ২০১৮।

Comments