![]() |
বেগম
খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চাই
|
#FreeBegumZia #SaveBangladesh #SaveDemocracyBD
আমার
জীবন পুরোপুরি জড়িয়ে গেছে এদেশের
মানুষের স্বপ্ন, প্রত্যয়, সুখ-দুঃখ ও
উত্থান-পতনের সঙ্গে।
দেশের মানুষের জীবনের চড়াই-উৎরাই
ও সমস্যা-সংকটের সঙ্গে। তাদের
বিজয়, বিপর্যয় এবং সম্ভাবনা ও
সমৃদ্ধির সঙ্গে। দেশজাতির
বর্তমান ও ভবিষ্যতের সঙ্গেই
একাকার হয়ে গেছে আমার
বর্তমান ও ভবিষ্যৎ।
সম্ভবত
সে কারণেই প্রিয় মাতৃভূমি
বাংলাদেশ ও দেশের মানুষ
যখনই দুর্যোগ ও দুর্বিপাকের মুখে
পড়েছে, তখন আমিও দুর্যোগের
মুখে পড়েছি। দেশজাতি
যখন সমস্যায় আক্রান্ত হয়েছে, অধিকার হারিয়েছে,
বিপন্ন হয়েছে তখন আমিও
নানাভাবে আক্রান্ত হয়েছি। আমার
পরিবারও পড়েছে নানামুখী সমস্যা-সংকটে।
একইভাবে
দেশজাতি যখন বিপর্যয় কাটিয়ে
উঠেছে, জনগণ যখন বিজয়ী
হয়েছে, তাদের হারানো অধিকার
ফিরে পেয়েছে তখন আমার
নাগরিক অধিকারগুলোও সমুন্নত থেকেছে।
-দেশনেত্রী
বেগম খালেদা জিয়া, ০৮
ফেব্রুয়ারি ২০১৮।
Comments
Post a Comment