![]() |
লুণ্ঠিত
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তৃণমূল বিএনপিকে
শক্তিশালী করার বিকল্প নেই
- অনিন্দ্য ইসলাম অমিত।
|
লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তৃণমূল বিএনপিকে শক্তিশালী করার বিকল্প নেই - অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল ১৯শে মে ২০১৯ রোজ রবিবার, যশোর ফতেপুর ইউনিয়নের বাউলিয়া স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এ ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, লুণ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী ও সংগঠিত করার বিকল্প নেই।শুধু দলের সমর্থকদের ঘাড়ে ভর করে ক্ষমতায় যাওয়া বা আন্দোলনে সফল হওয়া যাবে না।এখন সময় এসেছে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হওয়া।ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এ জুলুমবাজ অবৈধ সরকারের পতন সম্ভব নয়।
ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি জনাব অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দেশে আজ চরম শ্বাসরুদ্ধ কর পরিস্থিতি বিরাজ করছে। মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকারসহ সব ধরনের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি চলছে।একজন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে কি না এ নিশ্চয়তা কেউ দিতে পারে না
একজন কর্মজীবী মানুষ সারাদিন কাজ শেষে তার উপার্জিত অর্থ নিয়ে বাড়ি ফিরতে পারবেন কি না তারও নিশ্চয়তা নেই।এ অবস্থায় মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপিকে শক্তিশালী হওয়ার বিকল্প নেই।
কেন্দ্রীয় বিএনপি নেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যে দেশে স্বাধীনতার মহান ঘোষকের সহধর্মিণী তিন বারের সফল জনপ্রিয় প্রধানমন্ত্রীকে বিনা কারণে কারাগারে আটক রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়, সে দেশের মানুষ কতটা ভালো আছে তা সহজেই অনুমান করা যায়।তাই এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না, এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।তিনি পবিত্র রমজান মাসকে সাংগঠনিক মাস হিসেবে নিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুন্নবী ও সাধারণ সম্পাদক জনাব কাজী আজম, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনজুরুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সব্দুল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম টুকু, আব্দুল জ্বলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, যুবদল নেতা ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, শফিকুল ইসলাম, তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত দোয়ায় কারন্তরীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু মুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম জননেতা তরিকুল ইসলাম সহ প্রয়াত সকল নেতা-কর্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়, একই সাথে লন্ডনে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
Comments
Post a Comment